নিজস্ব প্রতিবেদন :  সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সল্টলেকের ১৩ নম্বর ট্যাঙ্কের কাছে BSNL বিল্ডিং এর সার্ভার রুমে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন এসে পৌঁছায়। পরে দমকলের সংখ্যা বাড়ানো হয়। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



কালো ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ করতে বেশ সমস্যায় পড়েন দমকলকর্মীরা। জানলার কাচ ভেঙে ধোঁয়া বের করা হয়। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ চলে।



ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।


আরও পড়ুন - এক শিশুর বাবা হিসেবে দাবিদার তিন! ধুন্ধুমার কাণ্ড শহরের বেসরকারি হাসপাতালে