মৌমিতা চক্রবর্তী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবেমাত্র ১০ শতাংশ কাজ হয়েছে ব‌ই  লেখার। বাকিটা শেষ করতে হবে। বিট্রিশ ইন্ডিয়ার শাসনকালে সমাজ ব‍্যবস্থা নিয়ে ব‌ই লিখছিলেন প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। চোখের সমস‍্যা ও শারীরিক অসুবিধার জন‍্য সেই কাজ অসমাপ্ত হয়েই পড়ে রয়েছে। 


তবে এবার জ্ঞান ফেরার পর থেকেই চিকিত্সক কৌশিক চক্রবর্তী ও চিকিত্সক সৌতিক পান্ডার কাছে ব‌ই লেখার কাজ দ্রুত শেষ করার কথা বারবার বলছেন বুদ্ধবাবু। এই কাজ শেষ করার জন‍্য মেডিকেল বোর্ডের অন‍্যান‍্য চিকিৎসকদের কাছে হাসপাতালেই রেফারেন্স জার্নাল চেয়েছেন তিনি। চিকিৎসকরা যদিও তাঁকে বুঝিয়েছেন, এখন‌ই চোখের কিংবা শরীরের উপর এতটা ধকল নেওয়া সঠিক হবে না। 


বিপদ কাটিয়ে উঠে এখন অনেকটা ভালো আছেন বুদ্ধবাবু। রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে। রাতে ভালো ঘুম হয়েছে। গতকাল ২ বার নিজের পছন্দস‌ই স্যুপ খেয়েছেন তিনি। আজ সকালে তাঁর কেবিনে গণশক্তি কাগজ‌ও দেওয়া হয়। প্রসঙ্গত, গতকাল‌ই চিকিৎসকদের কাছে গণশক্তি চেয়েছিলেন বুদ্ধবাবু। হাসপাতাল সূত্রে খবর, আজ‌ই তাঁর ক‍্যাথিটার খুলে দেওয়া হবে।


আরও পড়ুন, 'বেসুরো' রাজীবের মানভঞ্জনে আজই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে তৃণমূল নেতৃত্ব


এখন থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৈলাসের, পাল্টা TMC-র