নিজস্ব প্রতিবেদন: সেরে উঠেছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। চিকিৎসায় স্বাস্থ্যের উন্নতি হয়েছে তাঁর। তাই আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতালের বুলেটিন অনুযায়ী, তাঁর অক্সিজেন অনেকটা কম লাগছে। ১ থেকে ২ লিটার অক্সিজেনের দরকার পড়ছে তাঁর। রক্তচাপ স্থিতিশীল। কাশিও অনেকটা কমে গিয়েছে। সচেতন আছেন। কথাও বলছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।


বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya)। ঘরেই চিকিৎসা চলবে। ৭ দিন থাকবেন নিভৃতবাসে। গত ১৮ মে করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী।      


আরও পড়ুন- রাজ্যে টিকাকরণে গরমিলের অভিযোগ Suvendu-র, নালিশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে