নিজস্ব প্রতিবেদন: বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। তবে এখনও ৭ দিনের আইসোলেশনে থাকতে হবে তাঁকে। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক আছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, বাড়িতেই চিকিৎসা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর।  বাইপ্যাপ-এর সাহায্যে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের বেশি রয়েছে। যদিও তার শারীরিক অবস্থার ওপর কড়া নজরদারি রাখছেন চিকিৎসকেরা। তবে এখনও তিনি কোভিড মুক্ত নন।  রক্ত পরীক্ষার রিপোর্টও সন্তোষজনক।  তবে বাড়িতেই থাকতে চান তিনি। 


প্রসঙ্গত, মঙ্গলবার, করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওইদিন  তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়। সংক্রমণ ধরা পড়ার পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে  শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। সূত্রের খবর, বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল।