ওয়েব ডেস্ক: নন্দরাম মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফের উসকে দিল, বড়বাজারের অমরতলা লেনের আগুন। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির এক তলায় একটি প্লাস্টিকের গুদাম রয়েছে।কাঠ দিয়ে সেখানে আরও একটি ফ্লোর তৈরি করা হয়। যেখানে স্কুলের ব্যাগ তৈরি হতো।  দোতলায় থাকতেন বাসিন্দারা। বাড়িতে প্রচুর দাহ্যবস্তু মজুত থাকায় আগুন ভয়াবহ আকার নেয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এখনও নেভেনি বড়বাজারের বিধ্বংসী আগুন


স্থানীয়রাই জানিয়েছেন, আগুন লাগার পর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও হয়। আর এরপরই আগুন আরও ভয়ঙ্কর চেহারা নিয়ে ছড়িয়ে পড়ে। বাড়িটিতে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন দমকলকর্মীরা। বাড়ির মধ্যে একাধিক বেআইনি ছোট ছোট গুদাম রয়েছে। ঠিক কী কারণে আগুন লাগে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।      


আরও পড়ুন সরু গলি, ঘিঞ্জি পথ, ভয়াবহ অগ্নিকাণ্ডে ফের ত্রস্ত বড়বাজার