নিজস্ব প্রতিবেদন: সরকার যদি বাস অধিগ্রহণ করে তো ভালোই, তবে টাকা দিতে হবে সাপ্তাহিক হিসাবে। স্পষ্ট করে একথা জানালেন  ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু।
তিনি বলেন, "মুখ্যমন্ত্রী বাস অধিগ্রহণ করলে তো আরও ভালো।  সেক্ষেত্রে জ্বালানি সরকার নিজে ভরিয়ে নেবে। আমাদের তো জ্বালানির দাম বাড়ার জন্য সমস্যা। সেই সমস্যা  মিটে যাবে।"

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে আরও একটা বিষয় পরিষ্কার করে বলেন তিনি। তাঁর বক্তব্য, "২০১৯-র ভোটে আমাদের কাছ থেকে সরকার বাস অধিগ্রহণ করেছিল। সেইবাবদ ৫ কোটি টাকা বকেয়া। তার মধ্যে ২ কোটি টাকা দেওয়ার জন্য সরকার অর্ডার পাস করেছিল। এ বছর মার্চে টাকা পাওয়ার কথা ছিল । লক ডাউন শুরু হয়ে যাওয়ায় আমরা তা এখনো পাইনি।"

তাঁর দাবি, " যদি বাস অধিগ্রহণ হয়, আমরা চাই সাপ্তাহিক টাকা দেওয়া হোক । আমরা ভাড়া না বাড়ালে বাস চালাতে অপারগ। সরকার বাস অধিগ্রহণ করুক। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ।"
প্রসঙ্গত. মঙ্গলবারের তুলনায় বুধবার শহরের রাস্তায় বেসরকারি বাস কিছু বেশি । মঙ্গলবার কলকাতায় ৬হাজার বেসরকারি বাসের মধ্যে চলেছে হাজার খানেক মতো। বুধবার তা সামান্য বেড়ে ১৩০০-র মতো। বিভিন্ন বাস মালিক সংগঠন এদিন নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছে। সার্বিক আলোচনার ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: বন্ধ বেতন, অনাহারে দিন কাটছে পরিবারের, কলকাতায় আত্মঘাতী বাসচালক


তবে সংগঠনগুলির দাবি,  ভাড়া না বাড়িয়ে বাস চালিয়ে লাভের চেয়ে লোকসান বেশি । সেক্ষেত্রে মহামারি আইনে সরকার বাস অধিগ্রহণ করলে তেলের খরচ বহন করবে সরকার। সংগঠনের চালক ও কন্ডাক্টর দিয়েই বাস পরিষেবা দিতে হবে। তাতে বরং লোকসানের ঝুঁকি অনেক কম । শহরের বাসে এক নিয়ম আর জেলার বাসে আলাদা নিয়ম, এই বিভাজনের নীতি নিয়েও সোচ্চার হয়েছে বাস মালিক সংগঠনের একাংশ।