ওয়েব ডেস্ক : সিগনাল না থাকার মাসুল দিতে হল এক ব্যবসায়ীকে। মুরগি কিনতে যাওয়ার সময় বালি বোঝাই লরির ধাক্কায় প্রাণ হারালেন পাথরঘাটার বাসিন্দা রসিদুল মোল্লা। নিউটাউনের রবীন্দ্র তীর্থ মোড়ে তাঁর মোটর ভ্যানে ধাক্কা মারে ওই লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রসিদুল মোল্লার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাঁর সঙ্গে থাকা আরও একজন গুরুতর জখম। ভর্তি নিউটাউন হাসপাতালে। ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে শিশু উদ্যান এবং একটি স্কুল। সিগনালিংয়ের অভাবে চালকদের মধ্যেও নিয়ম মানার প্রবণতা দেখা যায় না বলেই অভিযোগ স্থানীয়দের। ফলে স্কুল ছুটির সময় প্রাণ হাত নিয়ে যাতায়াত করতে হয় পড়ুয়া এবং অভিভাবকদের।


আরও পড়ুন, বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের