ওয়েব ডেস্ক: দিল্লি ফের দিদিময়। ইস্যু, নোট বাতিল। হাতিয়ার, মানুষের ভোগান্তি। কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, আরও একবার দিল্লি দাপাতে তৈরি দিদি। এবার আক্রমণ আরও ধারালো। সুর আরও চড়া।
 
ফের দিল্লিতে দিদি
কেন্দ্রবিরোধী সুর আরও চড়া


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি দাপাতে ফের তৈরি দিদি। ফের প্রশ্ন, সপ্তাহখানেক আগেই নোট বাতিল ইস্যুতে একাই ঝড় তোলেন রাজধানীর বুকে। রাষ্ট্রপতি ভবন অভিযান। তাঁরই নেতৃত্বে।


আরও পড়ুন- এক নজরে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের ফলাফল


"তিন উপনির্বাচনের ফলাফল মানুষের গণবিদ্রোহের রায়। হিটলারি কায়দায় কেন্দ্রীয় সরকার চলছে। কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। মন্তেশ্বর, কোচবিহার, তমলুকে তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বেড়েছে। আমি দিল্লি যাচ্ছি। মানুষকে যেন রিলিফ দেয়, সেই দাবি তুলব।''



নোটকাণ্ডে আন্দোলন জোরদার করতে ফের দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল সংসদ চত্বরে ২০০ জন সাংসদ ধরনায় বসছেন। আন্দোলনে অংশ নিচ্ছে ১৩ টি বিরোধী দল। ধরনার পর বেলা সাড়ে ১২টায় যন্তরমন্তরে সভাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সংসদের ভিতরে ও বাইরে বিজেপিকে কোনঠাসা করতে মরিয়া বিরোধীরা।
নোট বাতিল ইস্যুতে কাল থেকে রাস্তায় আন্দোলনের ঝড় তুলবে তৃণমূল। দিল্লি  রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলন শুধু দিল্লিতে নয়, প্রতিবাদ বিক্ষোভ হবে এ রাজ্যেও। কাল কলকাতায় পথে নামবে তৃণমূল। পরশু বিক্ষোভ হবে ব্লকে ব্লকে। এ কেমন প্রধানমন্ত্রী ! কথায় কথায় চমকাচ্ছেন বিরোধীদের। প্রধানমন্ত্রীকে নিশানা করে তোপ মুখ্যমন্ত্রীর।