নিজস্ব প্রতিবেদন: ভ-এ ভবানীরপুর। ভ-এ ভারত। ভবানীপুর জয়ের পর ২০২৪ সালের লোকসভা ভোটে দিল্লি মসনদ থেকে বিজেপিকে হঠানোর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্টো দিকে নন্দীগ্রামে পুনরাবৃত্তি ঘটানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। তাঁদের বাজি নবীনা প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভবানীপুরে উপভোটে সন্দেহাতীত হেভিওয়েট প্রার্থী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লড়াই কঠিন জেনেও ভোটপ্রচারে জান লড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। বিজেপি-তৃণমূল ভোটযুদ্ধের মাঝে সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস (Srijib Biswas)। দক্ষিণ কলকাতা বরাবরই জোড়াফুল শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর ভবানীপুরের ঘরের মেয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রে ২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সি  ৮৭,৯০৩টি ভোট পেয়েছিলেন। ওই বছরই ২০১১ বিধানসভা উপভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৭৩,৬৩৫ ভোট। ২০১৬-য় ৬৫,৫২০ ভোট পড়েছিল মমতার ঝুলিতে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ৭৩,৫০৫টি ভোট।


কালের নিয়মে ভবানীপুরে শক্তি বেড়েছে বিজেপির। ২০১১ সাল থেকে প্রতিটি ভোটে বাম-কংগ্রেসের রক্তক্ষরণ হয়েছে। সেই পরিসর দখল করেছে গেরুয়া শিবির। ২০১১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রামচন্দ্র জয়সওয়াল পেয়েছিলেন ৫,০৭৮ ভোট । ২০১৬-র নির্বাচনে বিজেপি প্রার্থী চন্দ্র বোস ২৬,৯৯৯ ভোট পেয়েছিলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ঝুলিতে পড়েছিল ৪৪,৭৮৬ ভোট। 


গত বিধানসভা ভোটে ২১৩ আসন তৃণমূল জিতলেও নন্দীগ্রামে হেরেছেন মমতা (Mamata Banerjee)। উপভোটেও তৃণমূল নেত্রীকে মাত করতে চাইছে বিজেপি। ২০২৪ সালের আগে মমতা যেভাবে বিরোধী মুখ হয়ে উঠছেন, ধাক্কা খাবে সেই প্রক্রিয়া। আবার তৃণমূলের কাছে ভবানীপুর ২০২৪-র শঙ্খনাদের মঞ্চ। ফলে উপভোট হলেও বৃহত্তর প্রেক্ষাপটে ভবানীপুর প্রকৃত অর্থেই 'ভ-এ ভারত'।                   


আরও পড়ুন- By-Poll: Bhabanipur-এ ৭০-৭৪ নম্বর ওয়ার্ডে নজর BJP-র, ৭৭ নম্বর ফের ভরিয়ে দেবে TMC-কে?


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)