নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে উপনির্বাচনে না জিতলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। খিদিরপুরের সভায় তৃণমূল কর্মী-সমর্থকদের স্মরণ করিয়ে মমতার (Mamata Banerjee) বার্তা, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে একশোয় একশো ভোটারকে ভোটদান করতে হবে।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খিদিরপুরের সভায় তৃণমূল নেত্রী (TMC Supremo) বলেন,''মাস্ক পরে ভোট দিতে যাবেন। আর একটা কথা, বৃষ্টি হল ভাবলেন দিদি তো এমনিতেই জিতে যাবে, যাওয়ার দরকার নেই। দয়া করে এটা করবেন না। আপনার একটা ভোট না পেলে মনে রাখবেন আমাকে আপনারা পাবেন না। সেজন্য একটা ভোটও খুব দরকার।'


নন্দীগ্রামে হারায় সাংবিধানিক শর্ত মেনে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে ৬ মাসের মধ্যে উপভোটে জিতে আসতে হবে মমতাকে (Mamata Banerjee)। সে কথা মনে করিয়ে তাঁর বক্তব্য,''তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু আমি যদি জিততে না পারি বাংলার মুখ্যমন্ত্রী অন্য কেউ হবে। আমি হতে পারব না। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম এই জন্যে যে আপনার ভোটটা কেন প্রয়োজন? ঝড়-বৃষ্টি হলেও একশোয় একশোজনকে ভোট দিতে বেরাতে হবে।''


উপস্থিত জনতার উদ্দেশে মমতা বলেন,''এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে লড়বে কে? নোটবন্দির বিরুদ্ধে লড়বে কে? বিজেপির দাঙ্গার বিরুদ্ধে লড়বে কে? উন্নয়নের জন্য লড়বে কে?'' প্রতিবার উত্তর আসে, 'দিদি।'


আরও পড়ুন- By-Poll: নন্দীগ্রামে কি না করেছে! ভাগ্যই চাইছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হব: Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)