By-Poll: নন্দীগ্রামে কি না করেছে! ভাগ্যই চাইছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হব: Mamata
ভবানীপুরে ভাগ্যই তাঁকে ফিরিয়ে এনেছে বলেও মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)।
![By-Poll: নন্দীগ্রামে কি না করেছে! ভাগ্যই চাইছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হব: Mamata By-Poll: নন্দীগ্রামে কি না করেছে! ভাগ্যই চাইছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হব: Mamata](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/22/346926-mamata-12.jpg)
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামে ভোটে হারের নেপথ্যে ফের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খিদিরপুরে ভোটপ্রচারে তিনি বলেন,''নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলাম। আদালতে মামলা চলছে। কীভাবে হারানো হয়েছে তা আপনারা জানেন। ওরা কি না করেছে!''
ভবানীপুরে ভাগ্যই তাঁকে ফিরিয়ে এনেছে বলেও মন্তব্য করেন মমতা (Mamata Banerjee)। একইসঙ্গে খিদিরপুরের সঙ্গে নিজের নির্বাচনী রাজনীতির যোগের কথাও তুলে ধরেন। তৃণমূল নেত্রীর কথায়,''সাত দফায় সাংসদ হয়েছি। প্রতিবার খিদিরপুর সঙ্গে ছিল। ২০১১ সালে উপনির্বাচনে আপনারা ভোট দিয়েছিলেন। ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছি। ২০১৬ সালেও এখান থেকে নির্বাচিত হয়েছিলাম। এটা ভাগ্যের খেলা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবেন। আল্লাহ মেহেরবান, মা দুর্গা, কালী ঠাকুরের ইচ্ছা এটা। আপনাদের ছেড়ে যাওয়া সম্ভব নয়।''
ভোটপ্রচারের মঞ্চ থেকে আগামীর বার্তাও দিয়েছেন নেত্রী। তাঁর কথায়,''ভারতের বিভিন্ন জায়গায় লড়ব। প্রয়োজন হলে ত্রিপুরায় খেলা হবে। অসমে খেলা হবে। গোয়াতে খেলা হবে। ইউপি-তে খেলা হবে। তোমাদের বধিবে যে গোকূলে বাড়িছে সে। বিজেপিকে দেশ থেকে হঠাব।''
আরও পড়ুন- By-Poll: একটা ভোট না পেলে মুখ্যমন্ত্রী হতে পারব না, খিদিরপুরে বার্তা Mamata-র