শ্রেয়সী গঙ্গোপাধ্যায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হবেন? দল চাইলে চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত বলে জানালেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তাঁর কথায়,'বিজেপি যদি প্রার্থী হিসেবে মনে করে আমি দলীয় নির্দেশ মেনে চলব। দল চাইলে দাঁড়াব। অন্য কাউকে প্রার্থী করতে চাইলেও সহযোগিতা করব।' 
   
বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে। সেই ভবানীপুরে কি প্রার্থী হবেন? নন্দীগ্রামে মমতার পরাজয়ের কথা স্মরণ করিয়ে রুদ্রনীলের (Rudranil Ghosh) কটাক্ষ,'দল আমার নাম ঠিক করলে দু'জন পরাজিত প্রার্থীর মধ্যে লড়াই হবে।' 


লড়াইটা ব্যক্তি মমতার সঙ্গে নয় বলে মনে করেন রুদ্রনীল (Rudranil Ghosh)। তাঁর কথায়,'অশোকস্তম্ভের ব্যাচ লাগিয়ে তৃণমূলের হয়ে পুলিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। গরিব মানুষকে খাবার দিতে দিয়ে সমাজবিরোধীদের হাতে মার খেয়েছি। ত্রিশক্তির বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। আমার লড়াই মতাদর্শের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে অঢেল বেকারত্ব বাড়ানোর চেষ্টা করছে যে দলটি তার বিরুদ্ধে লড়াই।'


একটা সময় তো আপনিও নেত্রীর সঙ্গে ছিলেন? রুদ্রনীলের জবাব,'সে মানুষটা আলাদা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সততার প্রতীক লিখতেন। এখন লিখতে পারেন না।'


শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তেও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল (Rudranil Ghosh)। তাঁর কথায়,'মুখ্যমন্ত্রী পদে মমতা না থাকলে তৃণমূলের ভিত নড়বড়ে হয়ে যাবে। অন্য জায়গাগুলিতেও উপনির্বাচন হওয়ার প্রয়োজন ছিল। সেখানকার মানুষের বিধায়কের দরকার নেই? এক জন মুখ্যমন্ত্রীর পক্ষে সহানুভূতিশীল হয়ে পড়েছে কমিশন। কেন্দ্রের যে কোনও সংস্থা নিরপেক্ষ হলে তৃণমূল নির্দ্বিধায় প্রচার করে বিজেপির হয়ে দালালি করছে। এক্ষেত্রে উল্লাস করছে তারা।'


আরও পড়ুন- By-Polls: দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে কেন উপভোট? স্পষ্ট করুক কমিশন: Suvendu


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)