By-Polls: দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে কেন উপভোট? স্পষ্ট করুক কমিশন: Suvendu
ভবানীপুরে (Bhawanipur) আগামী ৩০ সেপ্টেম্বর উপভোট।
নিজস্ব প্রতিবেদন: একমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়,'নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে দেশের মধ্যে কেন শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হল।'
আট দফা ভোট নিয়ে নির্বাচনের কমিশনের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'কেন এই সিদ্ধান্ত তার উত্তর দিতে পারবে নির্বাচন কমিশন (Election Commission)। এতে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলে না বা সেটিং নেই। আমরা কোনওদিন বলিনি যে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সেটিং আছে। তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী সব সভাতে কমিশনের বিরুদ্ধে বলে বেরিয়েছেন।' তিনি আরও বলেন,' জঙ্গিপুর, সামশেরগঞ্জ উপনির্বাচন হচ্ছে না। নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশন পরিষ্কার করুক কেন তারা দেশজুড়ে বকেয়া ৩১টি উপনির্বাচনের মধ্যে শুধুমাত্র একটিতে ভোটগ্রহণ করছে?'
ভবানীপুরে আগামী ৩০ সেপ্টেম্বর উপভোট। একই দিনে নির্বাচন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূল। বিজেপির শমীক ভট্টাচার্য 'তামাশা' বলে কটাক্ষ করেছেন।
আরও পড়ুন- Covid-19: হোমওয়ার্কেই মূল্যায়ন নবম-দশমে, নতুন ভাবনা শিক্ষা দফতরের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)