পিয়ালি মিত্র, EXCLUSIVE: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়েছে মহিলাকে। অভিযোগকারিণী রাজভবনেই কাজ করতেন বলে জানা গিয়েছে। ২০১৯ সাল থেকে রাজভবনেই কাজ করতেন ওই মহিলা! এমনই জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজই প্রধানমন্ত্রী আসবেন বলে তৎপরতা রাজভবনে। তার মধ্যেই রাজভবনের ওসির ঘরে হাজির এক মহিলা। রাজভবনের ওসির কাছে খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান ওই মহিলা। খবর পেয়ে চলে আসেন হেয়ার স্ট্রিট থানার অফিসাররা। তারপর ওই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ওই মহিলা লিখিত অভিযোগ দিয়েছেন বলে খবর সূত্রে।



ওই মহিলার অভিযোগ, রাজভবনে যে পিসরুম খোলা হয়েছে। বর্তমানে সেখানে পিবিএক্স-এ কাজ করেন তিনি। গত ১৯ তারিখ রাজ্যপাল যখন পিসরুম ভিজিটে যান, তখন ওই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। তারপর থেকে রাজ্যপাল তাঁকে বিভিন্নভাবে নিরিখ করতে থাকেন। এমনকি কু-ইঙ্গিতও নাকি করেন! এরপর আজ দুপুরে তাঁকে রাজ্যপাল নিজের চেম্বারে ডেকে পাঠানো হয়। মহিলার অভিযোগ, চেম্বারে যাওয়ার পরই রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেন।



ওই মহিলার অভিযোগ, তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন রাজ্যপাল। তাঁকে 'বিউটিফুল' বলেছেন। আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয় চাকরি দেওয়ার নামে তাঁর শ্লীলতাহানি করেন রাজ্যপাল। সন্ধ্যা ৬টা ৪০ নাগাদ হঠাৎ-ই রাজভবনের ওসির ঘরে হাজির হন ওই মহিলা। তারপরই শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সব মলে। তদন্ত শুরু করেছে পুলিস। খতিয়ে দেখছে সবদিক।


আরও পড়ুন, Kolkata High Court: পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী নন, তবু তাঁর ক্ষমতা আমরা এজলাসে বসে টের পাচ্ছি: বিচারপতি



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)