নিজস্ব প্রতিবেদন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি। এদিনই কলকাতা পুরভোটে সব বুথ, স্ট্রং রুম, গণনা কেন্দ্রের ভেতর ও বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৯ ডিসেম্বর নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার ভোট। এবার বুথসংখ্যা বেড়ে হয়েছে ১৫০০। ভোটপরবর্তী অশান্তির কথা ভেবে এবার পুরভোটে সব বুথেই সিসিটিভি চেয়েছিল বিজেপি। এনিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। গেরুয়া শিবিরের বক্তব্য ছিল, কোনও বুথে অশান্তি নিয়ে মামলা হলে কোনও প্রমাণ পাওয়া য়ায় না। সেক্ষেত্রে একমাত্র ভরসা সিসিটিভি-র ফুটেজ। পাশাপাশি স্ট্রং রুমেও প্রয়োজন সিসিটিভি।


আদালতে আজ কমিশন জানায়, স্পর্শকাতর বুথে সিসিটিভি বসানোর কথা আগেই জানানো হয়েছে। তবে আদালত চাইলে সব বুথেই সিসিটিভি ক্যামেরা দেওয়া যেতে পারে। কমিশনের ওই বক্তব্য শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, পুরভোটে সব বুথেই বসাতে হবে সিসিটিভি। এছাড়া স্ট্রং রুম, গ্রণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে বসাতে হবে সিসিটিভি।


আরও পড়ুন-KMC Election: রবিতে ভোট, তার আগেই পার্ক স্ট্রিটে উদ্ধার কোটি টাকা


এদিকে, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিজেপির আইনজীবী আজ বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বলেন, বিজেপি প্রার্থীদের ভয় দেখানে হচ্ছে। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। পুলিস কোনও কিছুই করছে না। পাল্টা সওয়াল করে রাজ্য সরকারও। রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল বলেন, সম্প্রতি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিপুরায় পুরভোট  হয়েছে। সেখানে কি অশান্তি হয়নি? পুলিস নিরাপত্তা দিতে পারবে না এমন কোনও প্রমাণ নেই। সব কেন্দ্রই বিজেপি প্রার্থী দিয়েছে। কাউকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে হয়নি।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)