অর্ণবাংশু নিয়োগী: দমকলের নিয়োগ মামলা এবার আদালতে ধাক্কা খেল রাজ্য। কীভাবে? বীরভূমের ফায়ার অপারেটর পদে ২৫ জনের চাকরি বাতিল করে দিল হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, 'দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়। এটা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Leaps and Bounds: 'কবে চালু হয় এই সংস্থা'? লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির খতিয়ান তলব হাইকোর্টের


ঘটনাটি ঠিক কী? ২০১৭ সালে অতিরিক্ত ফায়ার অপারেটর পদে নিয়োগ সিদ্ধান্ত নেয় রাজ্য। চাকরি পান  ১৫০০ জন। অভিযোগ, বীরভূমের অতিরিক্ত ফায়ার অপারেটর পদে ২৫ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। সেই মামলাতেই এদিন চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক।



আরও পড়ুন: Leaps & Bounds: লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ ফাইল ডাউনলোড, ইডিকে ১৪ প্রশ্নে জবাব তলব কলকাতা পুলিসের


এদিকে হাইকোর্টের নির্দেশে বাকিদের চাকরিও প্রশ্নের মুখে পড়ে গেল। অন্তত তেমনটাই মনে করছে আইনজীবী মহলের একাংশ। হাইকোর্টে অবশ্য জানিয়েছে, 'অন্য কোনও জেলায় যদি এমন পদে নিয়োগ হয়ে থাকে তবে সেই নিয়ে সিদ্ধান্ত রাজ্য সরকারকেই নিতে হবে'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)