অর্ণবাংশু নিয়োগী: জাতীয় সংগীত বিতর্কে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। স্রেফ পুলিসের নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নয়, বিজেপি বিধায়কদের গ্রেফতার না করার মৌখিক নির্দেশ দিল বিচারপতি। তাঁর প্রশ্ন, 'অবস্থানের মধ্যেই হঠাৎ জাতীয় সংগীত কেন? জাতীয় সংগীতের আগে কোনও ঘোষণা হয়েছিল? এজলাসে কেউ জাতীয় সংগীত গাইলে কী হবে'?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  TMC: টি-শার্টে লেখা 'মমতা চোর'! শুভেন্দুর বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের মন্ত্রীর...


জাতীয় সংগীত বিতর্কে বিধায়কদের পুলিসি তলবের বিরুদ্ধে হাইকোর্টে বিজেপি। তাদের অভিযোগ, 'শাসকদলের হয়েই কাজ করছেন আইনের রক্ষকরা'। সেই মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে রাজ্যই!


এদিন শুনানিতে বিচারপতি জানতে চান, 'মন্ত্রী থাকলেই যখন তখন জাতীয় সংগীত গাওয়া যায়? স্লোগান চলছ দেখেও কীভাবে জাতীয় সংগীত গাইলেন'? তাঁর পর্যবেক্ষণ, 'ধর্ষণ খুনের তদন্ত হয় না, সিবিআই চায় মানুষ। শিশুসুলভ অভিযোগ, এখানে কেন FIR'? পুলিসকে কেস ডায়েরি ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি।



আরও পড়ুন:  INDIA alliance meeting: ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা, আমন্ত্রণই এল না এখনও
 


ঘটনাটি ঠিক কী? কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসেছিলেন তৃণমূলের বিধায়ক, মন্ত্রীরা।  দুর্নীতির অভিযোগে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করাও। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান ওঠে, 'চোর, চোর'! এমনকী, জাতীয় সংগীত চলাকালীনও স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।


জাতীয় সংগীত অবমাননার অভিযোগে ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ করে তৃণমূল। বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পরে বিরোধী দলের ১১ জন বিধায়কের বিরুদ্ধে FIR করা হয় হেয়ার স্ট্রিট থানা। সেই অভিযোগে প্রেক্ষিতে অভিযুক্ত বিধায়কদের তলব করেছে কলকাতা পুলিস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)