Arjun Singh: কেন্দ্রীয় রক্ষীর দাবি খারিজ, অর্জুনের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, জানাল হাইকোর্ট
শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল পর্বে অর্জুনের (Arjun Singh) তরফে বলা হয়, অন্তত `ওয়াই` ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হক। কারণ, সমস্যায় জর্জরিত বারাকপুর। এখনও হুমকি অব্যাহত রয়েছে।
অর্ণবাংশু নিয়োগী: অর্জুন সিংয়ের (Arjun Singh) কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন আপাতত মানল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর নির্দেশ বারাকপুরের সাংসদের নিরাপত্তার বিষয় দেখবে রাজ্য সরকার। তবে, ১০ দিনের মধ্যে কেন্দ্রকে অর্জুনের নিরাপত্তা নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের।
শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল পর্বে অর্জুনের (Arjun Singh) তরফে বলা হয়, অন্তত 'ওয়াই' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হক। কারণ, সমস্যায় জর্জরিত বারাকপুর। এখনও হুমকি অব্যাহত রয়েছে। রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়, বিরোধী দলনেতা-সহ ৭০ জন বিধায়ককে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্র। একজন সাংসদের ক্ষেত্রে সমস্যা কোথায়? রাজ্যের সওয়ালের বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবী। এর পাল্টা আদালত বলে, "আপনি কেন্দ্রের হয়ে সওয়াল করছেন, বিরোধী দলনেতার হয়ে নয়"।
প্রসঙ্গত, এতদিন জেড ক্যাটিগোরি নিরাপত্তা পেতেন অর্জুন সিং। তবে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এর পর ৫ জুলাই তাঁর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তুলে নেয় কেন্দ্র। এই প্রসঙ্গে অর্জুন বলেন, "বিজেপি ছেড়েছি বলেই জেড ক্যারিগোরির নিরাপত্তা তুলে নিল কেন্দ্র। তবে এর জন্য আমার চলাফেরার কোনও বদল হবে না। মানুষের কাজ করার জন্য যদি মরতে হয় তো মরতে হবে। পঞ্জাবে একজন খুন হল। ওর সিকিউরিটি তুলে নিল আর পরদিন ওকে মেরে দেওয়া হল। রাজ্য সরকার নিরাপত্তা দিচ্ছে কী দিচ্ছে না তা এখনও জানি না। তবে হাইকোর্টে আবেদন করব কীভাবে একজন সাংসদের জেড ক্যাটিগরি নিরাপত্তা তুলে নেওয়া হয়? এখন এরপর যদি কোনও কিছু ঘটে যায়, আমার যদি প্রাণহানি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে কেন্দ্র।"