অর্ণবাংশু নিয়োগী: বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের বেআইনি আবাসনে  অবিলম্বে জল - বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। বিচারপতির নির্দেশ, বিতর্কিত আবাসনের দুই নির্মাতা বিধাননগর এলাকায় কোনও নির্মাণ করতে পারবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১২ এপ্রিলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ১ কোটি টাকা সিকিওরিটি ডিপোজিট জমা দিতে হবে দুই নির্মাতাকে। নির্দেশ দেন বিচারপতি। বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ, এই দুই নির্মাতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুরসভা। তিনি আরও নির্দেশ দেন, ৩০ দিনের মধ্যে আবাসন খালি করার নির্দেশ বাসিন্দাদের। তারপর পুরসভা বাড়ি ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। 


বিচারপতি অমৃতা সিনহা এদিন কড়া ভাষায় বলেন, গার্ডেনরিচের দুর্ঘটনার পর বেআইনি নির্মাণের ক্ষেত্রে আমাদের আরও কড়া হতে হবে। প্রসঙ্গত, গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু ঘটেছে। তারপরেও কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। বিরাটিতে বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছেন একজন। মেয়রের ফিরহাদ হাকিমের ওয়ার্ডেও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। 


আরও পড়ুন, Watgunge: শুকিয়ে যাওয়া রক্ত, প্লাস্টিকের ভিতর ইট! ওয়াটগঞ্জে মহিলার ধড়হীন মাথা উদ্ধারে নানা প্রশ্ন...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)