নিজস্ব প্রতিবেদন: কোভিড আবহে এবার কি বন্ধ থাকবে জঙ্গলমহল মেলা (Jangalmahal Mela)? ঝাড়গ্রামের জেলাশাসককে (DM Jhargram) ২৪ ঘণ্টার মধ্য়ে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণ, 'গত ৬ ডিসেম্বর জরুরি পরিষেবা ছাড়া সমস্ত অফিস সপ্তাহে ৩ দিন বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছেন ঝাড়গ্রামের জেলাশাসক। কারণ, সংক্রমণ বাড়ছে। জেলার পরিস্থিতি যদি এমন হয়, তাহলে নির্দিষ্ট মেলা করাটা জনস্বার্থমূলক কাজ নয়'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা পরিস্থিতি স্থগিত হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। সরকার চাইলে বইমেলা (Calcutta Book Fair 2022) পিছিয়ে দিতে পারে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এমনই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে  বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড (Book Sellers and Publishers Guild)। ঝাড়গ্রামে জঙ্গলমহল মেলা-ও স্থগিত রাখার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। 


আরও পড়ুন: Municipal Election 2022: হাইকোর্টের পরামর্শকেই মান্যতা? ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র


এদিন মামলাটির শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। শুনানিতে মামলাকারীর আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় বলেন, 'এই মামলা রাজ্যের সঙ্গে লড়াইয়ের মামলা নয়। স্কুল-কলেজ বন্ধ। এখন মেলা করার অনুমতি দিচ্ছে সরকার। আমরা মেলার বিপক্ষে নই। মেলা পিছিয়ে দেওয়ার আবেদন করছি'। বিচারপতি জানতে চান, 'কত বছর ধরে মেলা হচ্ছে? কারা মেলার আয়োজন করে'? জবাবে মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, 'চার বছর হল মেলা হচ্ছে। রাজ্য সরকারের পূর্বাঞ্চল উন্নয়ন দফতর এই মেলার আয়োজন করে। জেলাশাসকের নিয়ন্ত্রণে'। 


আরও পড়ুন: Gariahat Murder: মূল অভিযুক্ত-সহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ পুলিসের


এই মামলায় রাজ্য সরকারের তরফে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল সম্রাট সেন। তিনি বলেন, 'রাজ্যের ৬ জেলায় আদিবাসীদের বাস। ৪ বছর ধরে মেলা হচ্ছে। ৬ জেলাকে একত্রিত করে মেলা হয়। মেলায় নিজেদের শিল্প তুলে ধরেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা'। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, 'এবার ৬ জেলায় আলাদাভাবে মেলা হবে, এক জায়গায় হবে না। শিল্পীদের ৭২ ঘণ্টার মধ্যে RTPCR টেস্ট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ এলে, তবে মেলায় অংশ নিতে পারবেন। সবার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ভিড় এড়াতে একসঙ্গে ৫০ জনের বেশি শিল্পীকে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হবে না'।  দু'পক্ষের সওয়াল-জবাবের পর জঙ্গলমহল মেলা বন্ধ রাখার পক্ষেই মত দেয় আদালত। ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো নির্দেশ দেওয়া হয় ঝাড়গ্রামের জেলাশাসককে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)