নিজস্ব প্রতিবেদন: তদন্তে এখনও পর্যন্ত কী উঠে এসেছে? রামপুরহাটকাণ্ডে (Rampurhat Arson) হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিল রাজ্য। সঙ্গে কেস ডায়েরিও। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পঞ্চায়েতের উপ-প্রধান  ভাদু শেখকে কারা খুন করল? গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুনইবা লাগিয়ে দেওয়া হল কেন? দুটি পৃথক মামলারই তদন্ত করছে সিট (SIT)। এদিন বগটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেদিন রাতে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। এমনকী, নিহতের পরিজনদের সঙ্গে কথা বলার বগটুই গ্রামে দাঁড়িয়েই তৃণমূলের ব্লক সভাপতি আনারুল শেখ গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আড়াই ঘণ্টার পর তাঁকে গ্রেফতারও করে পুলিস। শুধু তাই নয়, সাসপেন্ড করা হয়েছে রামপুরহাট থানার IC-কে। কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে SDPO-কেও।


আরও পড়ুন: Rampurhat Arson: মুখ্যমন্ত্রীর নির্দেশ, ত্রস্ত বগটুইয়ে কঠোর নিরাপত্তা প্রশাসনের


এর আগে, বুধবার রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে হাইকোর্ট। বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। স্রেফ পূর্ব বর্ধমানের জেলাশাসকের (DM) উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরা বসানো নয়, ঘটনাস্থল ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয় সেন্ট্রাল ফরেনসিককে। সেই নির্দেশ মেনেই এদিন আদালতে রিপোর্ট পেশ করল রাজ্য।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)