নিজস্ব প্রতিবেদন: ক্যানসার আক্রান্ত শিক্ষিকার বেতন কাটার সুপারিশ করেছিলেন। শাস্তিস্বরূপ এবার প্রধানশিক্ষকের পদটিই খোয়াতে হল। অবিলম্বে ওই শিক্ষককে প্রধানশিক্ষকের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী, তাঁর শিক্ষকতার চাকরিটিও কেড়ে নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে বলেছে আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, হুগলির তেলেনিপাড়া মহাত্মা গান্ধী হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা সুনীতা শর্মা। ক্যানসারের চিকিৎসা করাতে ভেলোরে গিয়েছিলেন তিনি। এরপর লোক পাঠিয়ে ওই শিক্ষিকার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন স্কুলের প্রধানশিক্ষক। কিন্তু যখন কাজে যোগ দেন, তখন  বেতন কেটে নেওয়া হয়! 


আরও পড়ুন: Exclusive: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল শুরু কমিশনের!


কেন? কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সুনীতা। গতকাল, মঙ্গলবার মামলাটি শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ক্য়ানসার আক্রান্ত ওই শিক্ষিকা আদালতে জানান, প্রধানশিক্ষকই ডিআই-কে চিঠি লিখে বেতন কেটে নেওয়ার সুপারিশ করেছেন। এমনকী স্পেশাল লিভের টাকাও পাননি তিনি। স্রেফ জবাব তলব করা নয়, প্রধানশিক্ষককে সশরীরে আদালতে হাজিরার দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।


আরও পড়ুন: Mamata Banerjee: 'স্বাস্থ্যসাথী কার্ড না নিলে প্রয়োজনে আইনি ব্যবস্থা', কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


এদিন ফের মামলাটির শুনানি হয়। এজলাসে বসে প্রধানশিক্ষকের বক্তব্য় শোনেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এরপর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। শুধু তাই নয়, ক্যানসার আক্রান্ত শিক্ষিকার যাবতীয় প্রাপ্য টাকাও মিটিয়ে দিতে বলেছে আদালত।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)