Panchayat Election 2023: `কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট`, রায় ঘোষণা হাইকোর্টের
পঞ্চায়েত ভোট নিয়ে কমিশনের বিজ্ঞপ্তিই বহাল থাকছে। `মনোনয়ন দিন বাড়ানো নিয়ে পঞ্চায়েত আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন`, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
অর্ণবাংশু নিয়োগী: রাজ্যে পূর্ব ঘোষিত দিনেই পঞ্চায়েত ভোট। 'মনোনয়ন দিন বাড়ানো নিয়ে পঞ্চায়েত আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন', রায় দিল হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অনলাইনে মনোনয়ন দাখিলের আবেদন খারিজ।
আর কেন্দ্রীয় বাহিনী? হাইকোর্টের নির্দেশ, 'কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে হবে নির্বাচন। আপাতত স্পর্শকাতর জেলায় মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে জেলাগুলিতে পর্যাপ্ত রাজ্য পুলিশ থাকবে না, সেই জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। সব বুথে লাগাতে হবে সিসিটিভি, না হলে ডিভিয়োগ্রাফি করতে হবে'। শুধু তাই নয়, ভোটের অস্থায়ী কর্মীদের কাজের সীমাও বেঁধে দিয়েছে আদালত।
কীভাবে? হাইকোর্টের নির্দেশ, 'ফোর্থ অফিসারের উপরে অস্থায়ী কর্মীদের ডিউটি দেওয়া যাবে না। সার্কুলারের বাইরে গিয়ে কোনও কাজ করা যাবে না সিভিক ভলান্টিয়াদের'। আদালত জানিয়েছে, 'ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা কমিশনের দায়িত্ব। কেন্দ্রীয় বাহিনী যদি মোতায়েন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেবে রাজ্য পুলিস'।
জল্পনা বাড়ছিল ক্রমশই। বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। কবে? ৮ জুলাই একদফাতেই দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সাংবাদিক বৈঠকে জানান রাজ্যে নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ১১ জুলাই। এখন মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া চলছে। রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি।
আরও পড়ুন: Panchayat Election 2023: কোচবিহারে মনোনয়ন পেশ করতে যাওয়ার পথে মৃত্যু সিপিএম প্রার্থীর!
এদিকে পঞ্চায়েত ভোটের ঘোষণার পরেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সঙ্গে অধীর চৌধুরীও! স্রেফ মনোনয়নের সময়সীমা বাড়ানো নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি জানানো হয়। সেই মামলার এদিন রায় ঘোষণা করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।