Primary TET: ২৭৩ জনকে বাড়তি ১ নম্বর, ব্যাপারটা নিউটনের আপেলের মত না! টেট মামলায় বিচারপতি
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। প্রয়োজনীয় নথিও যুক্ত করতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাথমিক টেট (Primary TET) মামলায় সিবিআই-এর (CBI) রিপোর্ট তলব। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে, লাখখানেক চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২৭৩ জন বাড়তি এক নম্বর পাওয়ায়, সন্দেহ প্রকাশ করলেন ডিভিশন বেঞ্চের আইনজীবীরা।
বৃহস্পতিবারের শুনানিতে বিচারপতি সুব্রত তালুকদার জানান, এখানে ব্যাপারটা অনেকটা নিউটনের আপেলের মত। গাছের নীচে বসেছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। হঠাৎ করে কিছু চাকরিপ্রার্থী বাড়তি এক নম্বর করে পেয়ে গেলেন। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। প্রয়োজনীয় নথিও যুক্ত করতে হবে।
প্রাথমিক টেট (Primary TET) মামলায় সিবিআই তদন্তের এবং মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা হয়। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।