জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেডিক্যাল মামলায় বেনজির সংঘাত। বিচারপতি সেনের বিরুদ্ধে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশনামায় দাবি, বড়দিনের আগে বিচারপতি সিনহাকে ডেকে অভিষেকের শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধের পরামর্শ। বিচারপতি সেনকে তোপ বিচারপতি গঙ্গাপাধ্যায়ের, কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। রাজ্যের বিরুদ্ধে কোনও নির্দেশ দিলেই স্থগিতাদেশ। বাজে ইঙ্গিত। প্রধান বিচারপতিকে বিষয়টি দেখার অনুরোধ। মন্তব্য জাস্টিস গঙ্গুলির।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Dilip Ghosh: 'জোটেও ধাক্কা, গাড়িতেও ধাক্কা, এরপর মোদীর ধাক্কা বাকি', মমতাকে কটাক্ষ দিলীপের


অভিষেককে নিয়ে বিচারপতি অমৃতা সিনহাকে বড়দিনের ছুটির আগে বিচারপতি সেন কি বলেছিলেন তাও তুলে ধরেন। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানান, বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন। বলেছিলেন, অভিষেকে রাজনৈতিক ভবিষ্যত্ আছে। বলেছিলেন, তাঁকে বিরক্ত করা যাবে না। লাইভ স্ট্রিমিং বন্ধ করে শুনানি করুন। পরে বিষয়টি হাইকোর্টে জানান বিচারপতি সিনহা। নির্দেশনামায় উল্লেখ বিচারপতি গাঙ্গুলির।


মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই-কে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই এফআইআর খারিজের নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ। তাই সিবিআইয়ের এফআইআর খারিজ হবে না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া ডিভিশন বেঞ্চের এই নির্দেশ গ্রহণযোগ্য নয়। দুমাসের মধ্যে সিবিআইকে তদন্তে শেষের নির্দেশ।


বিচারপতি সিনহার কাছ থেকে বিচারপতি সেনের নির্দেশ শুনেছেন বলে দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘বিচারপতি সিনহা বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। আমি বিচারপতি সিনহার থেকে এটা জানতে পেরেছি।’


তবে শুধুই বিচারপতি বনাম বিচারপতি নন। এজির সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় জাস্টিস গাঙ্গুলির। কীভাবে পদে, জানা আছে। কিশোর দত্তকে তোপ। আপনিই বা কী লুকোচ্ছেন? এজলাসে কেন বন্ধ লাইভ স্ট্রিমিং? পাল্টা অ্যাডভোকেট জেনারেলের।  স্থগিতাদেশ-টানাপোড়েনের পর আরও জটিল মেডিক্যাল মামলা। ডিভিশন বেঞ্চে FIR খারিজের পরেও অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধ ফরমান। দুমাসে তদন্ত শেষ করুন। FIR বহাল রেখেই CBIকে নির্দেশ। 



আরও পড়ুন, Republic Day 2024: ২৫০০ পুলিস মোতায়েন! প্রজাতন্ত্র দিবসের জন্য কড়া নিরাপত্তা শহরে


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)