Republic Day 2024: ২৫০০ পুলিস মোতায়েন! প্রজাতন্ত্র দিবসের জন্য কড়া নিরাপত্তা শহরে

Republic Day | Kolkata: সম্প্রতি যাদুঘরে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল পাওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনার কথা মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসে শহর কলকাতার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিস। 

Jan 25, 2024, 12:50 PM IST
1/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

অয়ন ঘোষাল: প্রজাতন্ত্র দিবসে শহর কলকাতার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিস। ২৬ জানুয়ারি রেড রোড এলাকায় মোতায়েন থাকবে ২৫০০ পুলিস।   

2/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

শুক্রবার রেড রোড চত্বরকে ১৭টি জোন ও ১২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। সকাল ৬টা থেকে রেড রোড এলাকায় কর্তব্যরত থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার ও ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক। তাঁদের অধীনে থাকবেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল-সহ অন্য পুলিসকর্মীরা।   

3/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

রেড রোড এলাকায় থাকবে ৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি), ১০টি সেন্ট ব্যাঙ্ক বাঙ্কার, ১০টি ওয়াচ টাওয়ার। ১২টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী ওই এলাকায় টহলদারি করবে।   

4/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

শহরজুড়ে ঘুরবে ৮টি এইচআরএফএস ভ্যান। এছাড়া জলপথে টহলদারি করবে ৭টি রিভার প্যাট্রোলিং বাহিনী।   

5/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবসের দিন রেড রোডের দায়িত্বে থাকবেন কলকাতা পুলিসের অতিরিক্ত নগরপাল শুভঙ্কর সিনহা সরকার।  

6/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

সাধারণতন্ত্র দিবসের দিন নিরাপত্তার কথা মাথায় রেখে বুধবার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, প্রতিটি শপিং মল, প্রতিটি হোটেল, পার্ক-সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে নজরদারি। 

7/7

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

সম্প্রতি যাদুঘরে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল পাওয়ার ঘটনা ঘটেছে। তাই আরও জোরদার নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পর্যটন স্থানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।