নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সেরা বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিউট অফ সায়েন্স। পঞ্চম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ষষ্ঠ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



দেশের প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে  এরাজ্যেরই ২টো বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। সোমবার ন‍্যাশনাল ইনস্টিটিউশন্যাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের ফল প্রকাশিত হয়। রাষ্ট্রপতি এই ফল প্রকাশ করেন। 


দিদি-পিসি শব্দ কেন বাদ দেব, মুকুলের প্রশ্নে জবাব নেই কমিশনের


এবার তাক লাগিয়ে দেওয়ার মতন ফল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। ২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল ১৪। সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ১২।  গতবার যা ছিল২১।  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান গতবার যা ছিল, তাই রয়েছে।
 কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন,  ''কলকাতা বিশ্ববিদ্যালয় স্থান ফিরে পেয়েছে। কোনও তুলনায় যাচ্ছি না ।  আমাদের লক্ষ্য সারা ভারতে এক নম্বর স্থান অধিকার করা ।''