ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আন্দোলনের নেপথ্যে বহিরাগতরা। বলছেন উপাচার্য। কিন্তু বহিরাগত তত্ত্ব মানতে নারাজ আন্দোলনকারীরা। ন্যায্য দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে খাটো করতেই বহিরাগত তকমার আশ্রয়  নিচ্ছেন উপাচার্য। পাল্টা অভিযোগ বিক্ষোভকারীদের।  ভোটের জন্য পরীক্ষা একদিন করে পিছিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ছাত্রছাত্রীদের মতে ভোটের পরের দিন পরীক্ষা থাকলেও দূরদূরান্ত থেকে আসতে গিয়ে অসুবিধেয় পড়বেন পরীক্ষার্থীরা। ফলে বদল হোক সূচি। এই দাবিতে বুধবারের পর বৃহস্পতিবারও উত্তপ্ত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। দিনভর ক্যাম্পাসের গেটের বাইরে অবস্থানে কিন্তু আন্দোলনে কারা? উপাচার্য বলছেন আন্দোলনের নেপথ্যে বহিরাগতরা।