Soma Das, SSC: ক্য়ান্সার আক্রান্ত সোমা দাসের চাকরির ব্যবস্থা করতে হবে, নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
সোমা দাসের (Soma Das) শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। তবুও হাল ছাড়তে নারাজ তিনি। অন্য কোনও চাকরি নন, শিক্ষকই হতে চান সোমা দাস (Soma Das)। খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। এজলাসে দাঁড়িয়ে বলেছেন, `তাঁদের মনে আশা জাগিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। লড়াই চলবে।`
নিজস্ব প্রতিবেদন: ক্য়ান্সার আক্রান্ত চাকরি প্রার্থী সোমা দাসের (Soma Das) চাকরির ব্যবস্থা করতে হবে। সাতদিনের মধ্য়ে যাবতীয় ব্যবস্থা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর।
সোমা দাসের (Soma Das) শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ক্যানসার। তবুও হাল ছাড়তে নারাজ তিনি। অন্য কোনও চাকরি নন, শিক্ষকই হতে চান সোমা দাস (Soma Das)। খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। এজলাসে দাঁড়িয়ে বলেছেন, "তাঁদের মনে আশা জাগিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। লড়াই চলবে।"
রাজ্যে শিক্ষক নিয়োগে 'বেনিয়ম'। কলকাতা হাইকোর্টে যখন মামল চলছে, তখন চুপ করে নেই চাকরীপ্রার্থীরাও। কলকাতা বিভিন্ন জায়গায় SSC-তে নিয়োগের দাবিতে ধরনায় বসেছেন তাঁরা। আন্দোলনে সামিল বীরভূমের নলহাটির বাসিন্দা সোমাও। ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়েও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।