নিজস্ব প্রতিবেদন : প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher) বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে (Kolkata High Court)। গতকালই বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক বোর্ড। আর তারপরই আজ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন ফিরদৌস শামিম নামে এক আইনজীবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক বোর্ড। সেই বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চেয়েই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি মামলার শুনানি হবে। এমনটাই জানিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মামলাকারী ফিরদৌস শামিমের বক্তব্য, ২০১৪ সালের উত্তীর্ণ টেট (TET) পরীক্ষার্থীদের থেকে এই শূন্যপদে নিয়োগ হওয়ার কথা। ঘটনাচক্রে ওই বছর প্রশ্ন ভুল এসেছিল। মোট ৬টা প্রশ্ন ভুল ছিল। ভুল প্রশ্নে অনেকেই নাম্বার পাননি। যার ফলে অনেকে পাস করতে পারেননি। এখন সেই সংক্রান্ত একটি মামলা চলছে। সেটা সংশোধন না করে কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল? প্রশ্ন তুলেছেন তিনি।


প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান যে, প্রাথমিকে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের জন্য বুধবার বিজ্ঞপ্তি জারি হবে। একইসঙ্গে তিনি আরও বলেন যে, ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের (TET) কথাও ঘোষণা করেন মমতা। 


আরও পড়়ুন,  'দলের সঙ্গে কোনও দূরত্ব নেই', জল্পনা উড়িয়ে বললেন Rajib


সায়ন্তনদের শো-কজ BJP-র, জিতেন্দ্রর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট- দুইয়ে দুইয়ে চার?