Cat Rescued: কার্নিশে আটকে ছিল বিড়াল, অবশেষে উদ্ধার
যে বাড়ির কার্নিশে আটকে পড়ে বিড়ালটি সেই বাড়িটিতে কেউ থাকেন না।
নিজস্ব প্রতিবেদন: মাঝে-মাঝেই এ শহরে বিড়াল নানা বিড়ম্বনার জন্ম দেয়। উঠে বসে থাকে কোনও উঁচু বাড়ির কার্নিশে, বা পাঁচিলের প্রান্তে, বা এমন কোথাও যা দেখে আঁতকে ওঠেন এলাকাবাসী। কখনও বিড়ালটিকে বাঁচাতে তাঁরা নিজেদের মতো চেষ্টা করেন, কখনও আবার অপারগ হয়ে দমকল বা এ সংক্রান্ত বিষয়ে কাজ করা কোনও সংস্থার শরণাপন্ন হন।
সেই রকমই ঘটনা ঘটল এবার সল্টলেকের (saltlake) এ কে ব্লকে। এই ব্লকের ৬৫ নম্বর বাড়ির কার্নিশে আটকে পড়ল একটি বিড়াল। জানা গিয়েছে, এই বাড়িতে কেউ থাকেন না। প্রতিবেশীরা তখন খবর দেন স্থানীয় থানায়। খবর দেন দমকলেও।
আরও পড়ুন: Accusations of plagiarism: ছাত্র-শিক্ষক দ্বন্দ্ব গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত!
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল (Fire service) ও বিধান নগর পূর্ব থানার পুলিস। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনও আসে। প্রথমে সংশ্লিষ্ট বাড়ির দেওয়ালে মই লাগিয়ে উপরে উঠে বিড়ালটিকে উদ্ধার করার চেষ্টা করা হয়। কিন্তু লাফ দিয়ে পাশের কার্নিশে চলে যায় বিড়ালটি। অবশেষে অনেক চেষ্টায় নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয় বিড়ালটিকে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: By-Polls: ভবানীপুরে প্রার্থী Mamata Banerjee, ঘোষণা করল TMC