CBI। Coal Scam Case: কয়লা কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার ইসিএল-এর আরও এক জিএম
অভিযুক্ত অনুপ মাজির সঙ্গে ধৃতের আর্থিক লেনেদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে!
বিক্রম দাস: ব্য়বধান মাত্র ২ দিনের। কয়লাকাণ্ডে ECL-র আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই। কেন? তদন্তে অভিযুক্ত অনুপ মাজির সঙ্গে ধৃতের আর্থিক লেনেদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে। সূত্রের খবর তেমনই।
সড়ক পথে কীভাবে পাচার হয়ে যেত কয়লা? কেন্দ্রীয় সরকারি সংস্থা ECL-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার দিনভর সংস্থার বর্তমান ও প্রাক্তন জেনারেল ম্যানেজার-সহ ৭ শীর্ষ পদাধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, জেরা শেষে সকলকেই গ্রেফতারও করা হয়।
এদিন সকালে আবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ECL-র আর এক প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়। সাত ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। এবং শেষপর্যন্ত গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Pig Missing: শুয়োর ঘনার খোঁজে এবার পুলিস সুপার, নির্দেশ হাইকোর্টের
এদিকে কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সিবিআই।
আরও পড়ুন: NIRF 2022 India Ranking: উৎকর্ষে দেশের সেরা যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মমতার