জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: গোরুপাচার কাণ্ডে এবার নজরে অনুব্রতের মেয়ে? আগামিকাল, বুধবার বোলপুরের বাড়িতে দিয়ে সুকন্য়া মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একবার কিংবা দু'বার নয়, টানা দশবার। গরু পাচারকাণ্ডে যখন নোটিশ পাঠিয়েছে সিবিআই, তখনই অসুস্থতার কারণে দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। গত বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখন সিবিআই হেফাজতে কেষ্ট। ঠিকানা, কলকাতা নিজাম প্যালেস।


সিবিআই সূত্রে খবর, গোরুপাচার কাণ্ডে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত। এখনও যা যা প্রশ্ন করা হয়েছেন, কোনটিরও সন্তোষজনক উত্তর দেননি। মেয়েকে কেন জিজ্ঞাসাবাদ? তদন্তকারীদের ধারণা, অনুব্রত যা সম্পত্তি আছে, তা সবই বেনামে। এমনকী,  মেয়ে সুকন্যার নামেও বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। সেকারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। 


আরও পড়ুন: Cow Smuggling: চাপ বাড়ছে অনুব্রতর উপরে! সায়গল-এনামুলের কললিস্ট সিবিআইয়ের হাতে


এদিকে গ্রেফতারির পর অনুব্রতের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বেহালায় প্রাক-স্বাধীনতা অনুষ্ঠানে তিনি বলেন, 'কেষ্টকে কেন গ্রেফতার করলেন'? কী করেছিল কেষ্ট'? সঙ্গে হুঁশিয়ারি, 'একটা কেষ্টকে ধরলে, লক্ষ কেষ্ট তৈরি হবে'। শুধু তাই নয়, পার্থের 'পাড়া'য় অনুব্রতের প্রশংসাও শোনা যায় মমতার মুখে। বলেন, 'ছেলেটা গত ২ বছর কষ্ট পেয়েছে। আমি জানি বলে তাই। ওর বউ ক্য়ানসারে মারা গিয়েছে। প্রতিদিন কলকাতা আর বোলপুর করত। পঞ্চায়েত ভোটের সময় ওর বউয়ের অপারেশনে হচ্ছে, আমাকে একদিন বলল, দিদি তোমার বউমা বলছে, তোমার পঞ্চায়েত ইলেকশন, আমাকে দেখতে হবে না। যাও,দলের কাজ কর'।


বীরভূমে দায়িত্ব সামলাবে কে? সংগঠন কীভাবে চলবে? মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ বেশ কয়েকজন নিয়ে কমিটি গড়লেন জেলার নেতারা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলের নির্ধারিত সমস্ত কর্মসূচিই পালন করা হবে। রবিবার বোলপুরে দলের কার্যালয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও জেলার সমস্ত বিধায়করা। দল যে আগামি দিনে সঠিক পথেই পরিচালিত হবে, বৈঠকে শেষে তা স্পষ্ট করলেন জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। শুধু তাই নয়, জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে কোনও কথা বলা হবে না। বৈঠকে তেমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন: Udayan Guha: অনুব্রতকে নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক উদয়ন


 প্রথমে পার্থ চট্টোপাধ্যায়। তারপর অনুব্রত মণ্ডল। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দলের দুই শীর্ষ নেতা। পঞ্চায়েত আগে ইতিমধ্যেই জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জেলা নেতৃত্বকে অভিষেক বলেছেন, 'ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে। যাঁরা ভালো দল করবে, দল তাঁদের বেশই করে কাজে লাগাবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে আনতে হবে'। এমনকী, বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে পাল্টা প্রচারে নামারও পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)