নিজস্ব প্রতিবেদন: চাপের মুখে শেষপর্যন্ত জিডি বিড়লা স্কুলের ভেতরেও বসল সিসিটিভি। রাতভর স্কুলের মধ্যে বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ চলল। সেই ছবি ধরা পড়েছে ২৪ ঘণ্টার ক্যামেরায়। আজ সকাল নটা নাগাদ নব গঠিত অভিভাবক ফোরামের বৈঠক। সকাল থেকেই স্কুলের সামনে মোতায়েন বিশাল পুলিস বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে স্কুলের বাইরের দিকে সিসিটিভি বসানো হয়েছিল। বাইরে থেকে মোট তিনটি সিসিটিভি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছিল সেই সময়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁরা অভিযোগ করেছিলেন, অভিভাবকদের গতিবিধির উপর নজরদারি চালাতেই এই সিসিটিভি বসানো হয়েছে। আরও পড়ুন- রাতারাতি জিডি বিড়লা স্কুলে বসল সিসিটিভি, বিক্ষোভের ওপর নজরদারির অভিযোগ অভিভাবকদের



প্রসঙ্গত, শুক্রবার জিডি বিড়লা স্কুলের মধ্যে চার বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনা সামনে আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। তখনই স্কুলের ঢিলেঢালা নিরাপত্তার কথা সামনে আসে। জানা যাচ্ছে, বছর তিনেক আগেও এমনই এক ঘটনা ঘটেছিল জিডি বিড়লাতে। সে সময় কর্তৃপক্ষ সিসিটিভি লাগানোর প্রতিশ্রুতি দিয়েও তা করেনি। আরও পড়ুন- পোশাকে রক্তের দাগ; যৌন নির্যাতনের অভিযোগ এমপি বিড়লা স্কুলের ৩ বছরের পড়ুয়ার মায়ের