নিজস্ব প্রতিনিধি : নারদ কাণ্ডের তদন্তে সিবিআইয়ের হাতে এল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট। আর তার সঙ্গেই আরও একবার জোরালো হল নারদ কাণ্ডে টাকা লেনদেনের অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নারদ কাণ্ডের তদন্তে ১১টি জায়গার পুনর্নির্মাণ ফুটেজ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই রিপোর্টই হাতে এসেছে সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, ৯টি জায়গার ক্ষেত্রে নতুন ছবির সঙ্গে পুরনো ছবির মিল পাওয়া গেছে। এর থেকে প্রমাণিত হয়, ওই জায়গাগুলিতেই বসেই টাকার লেনদেন করেছিলেন ম্যাথু স্যামুয়েল।


আরও পড়ুন, চারু মার্কেটে তরুণীর রহস্যমৃত্যু, সম্পর্কের টানাপোড়েনেই কি খুন?


তবে রিপোর্টে ২টি ফুটেজ নিয়ে অসঙ্গতি রয়েছে। ২টি জায়গার ক্ষেত্রে নতুন ফুটেজের সঙ্গে পুরনো ফুটেজের কোনও মিল পাওয়া যায়নি। সেই কারণে দ্বিতীয় দফায় ওই দু'টি জায়গার ফের পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই।