নিজস্ব প্রতিবেদন: দাদাসাহেব ফালকের (Dadasaheb Phalke) মতো এবার 'সত্যজিৎ রায় পুরস্কার' চালু করতে চলেছে মোদী সরকার (Modi Govt)। সোমবার শহরের একটি পাঁচতারা হোটেলে এনএফডিসি-র (NFDC) অনুষ্ঠানে এহেন ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়েকর (Prakash Javadekar)।        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় ভোটের আগে কোনও চেষ্টার কসুরই রাখছে না বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার (NDA Govt)। দিন কয়েক আগে হলদিয়ায় গ্যাস-সংযোগ প্রকল্পের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর সম্প্রসারিত অংশ-সহ একাধিক রেলপ্রকল্পের উদ্বোধন করেন। হুগলির সভায় তিনি জানিয়ে দেন, বাংলার পরিকাঠামো উন্নয়নই লক্ষ্য তাঁর। সন্ধেয় আবার বাঙালি অস্মিতায় শান দিলেন মোদীর মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। শহরের পাঁচতারা হোটেলে তারকাবেষ্টিত এনএফডিসি-র অনুষ্ঠানে কেন্দ্রীয়মন্ত্রী জানিয়ে দিলেন,দাদাসাহেব ফালকের মতো সত্যজিৎ রায় পুরস্কার চালু হতে চলেছে। 


বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করছে তৃণমূল। 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগানে মাঠে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্লোগানের অন্তর্নিহিত অর্থও সেই বাঙালি বনাম বহারির লড়াই। এমন প্রেক্ষাপটে সত্যজিৎ রায়ের নামে পুরস্কার চালু আদতে বাঙালি আবেগের পালে হাওয়া দেওয়া বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।


আরও পড়ুন- 'ভুল' ঠিকানার জেরে শাহের বিরুদ্ধে অভিষেকের মামলা ফেরত গেল নিম্ন আদালতে