নিজস্ব প্রতিবেদন : রাজ্যের তরফে সহযোগিতার আশ্বাস মিলতেই করোনা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠাল কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান।  বিস্তারিত তথ্য চেয়ে ৪ পাতার চিঠি পাঠানো হয়েছে মুখ্যসচিবকে। চিঠিতে একাধিক বিষয় সম্পর্ক জানতে চেয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কী কী? চলুন দেখে নেওয়া যাক-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

* সব পরীক্ষাকেন্দ্রগুলি কি ব্যবহার করা হচ্ছে? 


* রাজ্যে কতগুলি পর্যবেক্ষক দল রয়েছে? 


* কতজনের করোনা পরীক্ষা হয়েছে?


* করোনা মোকাবিলায় রাজ্য়ে কি পর্যাপ্ত সংখ্যায় টেস্ট হচ্ছে? 


* টেস্টিং কিট পর্যাপ্ত কিনা, কী সাহায্য করতে পারে কেন্দ্র? 


* স্বাস্থ্যকর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে? 


* কী পদ্ধতিতে করোনায় মৃত্যু কিনা খতিয়ে দেখতে কমিটি? 


একইসঙ্গে চিঠিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল জানিয়েছে, এই রিপোর্ট পেলে তাঁরা হটস্পট ও বাজার এলাকায় যেতে চায়। কলকাতার ৫টি, হাওড়ার ৩টি, উত্তর ২৪ পরগনার ২টি, পূর্ব মেদিনীপুরের ৩টি- ৪ জেলার মোট ১৩টি এলাকাকে 'হটস্পট' বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় দল। কলকাতার বেলগাছিয়া, বউবাজার, ট্যাংরা, বড়বাজার, গার্ডেনরিচ এলাকাকে 'রেড জোন' বলে উল্লেখ করা হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এই জায়গাগুলি পরিদর্শনে যাওয়ার সময়, তাঁদের করোনা সুরক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। থাকতে হবে স্বাস্থ্য অফিসার।একইসঙ্গে তারা কোয়ারেন্টাইন সেন্টার ও হাসপাতালে যেতে চায় বলেও জানিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় দল নিয়ে তোপ দাগার পাশাপাশি মুখ্যসচিব জানান, "কেন্দ্রীয় দল কোথায় যেতে চান, আমরা সেই ব্যবস্থা করছি।"


আরও পড়ুন, 'কী চলছে কী হচ্ছে?' রাজ্যে কেন্দ্রীয় দল নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার