Suvendu Adhikary: মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিরোধীদের! রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি এসেছে নবান্নে। চিঠিতে উল্লেখ, `২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরে বাংলায় বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীদের! শুভেন্দু অধিকারীর চিঠি পাওয়ার পর, রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল মুখ্যসচিবকে।
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি এসেছে নবান্নে। চিঠিতে উল্লেখ, '২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরে বাংলায় বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। প্রাথমিক বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেকারণেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করা হচ্ছে'।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'পশ্চিমবঙ্গে সরকার বিরোধীদের উপর নির্মমভাবে অত্য়াচার করছে। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। অভিযোগগুলি সত্য, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেকারণে বোধহয় বিরোধী দলনেতা চিঠি দিয়েছিলেন। মুখ্যসচিবের কাছে জানতে চাওয়া হয়েছে। কিন্তু সবই তো কাগজে-কলমে হচ্ছে। মানুষ তো কোনও ফল পাচ্ছে না'। তাঁর আরও বক্তব্য, 'আমাদের রাজ্যের সরকার যেমন বিরোধীদের ফাঁসাচ্ছে, তেমনি দেশের সরকারও তো ফাঁসাচ্ছে। আমাদের যে সাংবিধানিক বিধিব্যবস্থা, সেটাকেই ভেঙে দেওয়া হচ্ছে'।
আরও পড়ুন: নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি, কমিশনের আইনকেই চ্যালেঞ্জ!
অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর দাবি, 'এখানে সমস্ত রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি করার সুযোগ পায়। বিরোধীদের বিরুদ্ধে অকারণে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরুদ্ধাচরণ করা হয় না। কেন্দ্র বিজেপি যেভাবে সরকার চালাচ্ছেন, বাংলার সরকার কখনই সেভাবে চলে না। এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে'।
এদিকে রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেরই মেয়াদ শেষের মুখে। নিয়ম অনুযায়ী মে মাসেই ভোট হওয়ার কথা। যদিও বিজ্ঞপ্তি জারি হয়নি এখনও।