নিজস্ব প্রতিবেদন: এবার বাজেটে ব্যবসায়ীদের জন্য বড়সড় কোনও খবর নেই। বরং কোনও কোনও মহলের মতে আয়কর প্রদানের যে দুটি কাঠামোর কথা বলা হয়েছে তাতে অসুবিধা হতে পারে ব্যবসায়ীদের। এরকম এক অবস্থায় কলকাতার ব্যবসায়ী ও শিল্পপতিদের আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Operation BABY: রাজধানীর বুকে রমরমিয়ে চলছে বাচ্চা বিক্রির কারবার, উঠে এল জি নিউজের স্ট্রিং অপারেশনে


রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের নির্মলা বলেন, জিএসটি সংক্রান্ত সব সমস্যাই শুনবে সরকার। প্রতিকারের সব চেষ্টা হবে। তবে শিল্পপতিরা নিজেদের রাজ্যের অর্থমন্ত্রী মারফত্ তাঁদের সমস্যার কথা জিএসটি কাউন্সিলে তুললে কাজ হবে সহজে।


আরও পড়ুন-হনুমান চালিশা বিলি ঘিরে উত্তেজনা, বইমেলায় বন্ধ করে দিতে হল VHP-র স্টল


উল্লেখ্য, গত কয়েক মাসে জিএসটির হারে বদল হয়েছে বেশ কয়েকবার। অর্থমন্ত্রীর বক্তব্য, এই ধরনের পুনর্বিন্যাস বছরে একাধিকবার  হলে তা শিল্প ও সরকারের জন্য অস্থিরতা তৈরি করে। সুতরাং বছরে একবারই এই ধরনের বদল হওয়া উচিত্।