নিজস্ব প্রতিবেদন : রাজ‍্যে জুট মিলগুলো চালু করার জন্য কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব চিঠি দিলেন রাজ্যের মুখ্য সচিবকে। এর আগে ৪ ও ১৩ এপ্রিলও এই বিষয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউনে মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবায় ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। এখন এই অত্যাবশ্যকীয় পণ্য ও খাদ্য সামগ্রী সরবরাহের জন্য চটের ব্যাগ অত্যন্ত প্রয়োজনীয়। তাই সেই চটের ব্যাগ উৎপাদনে যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় সেই কারণেই মুখ্য সচিবকে চিঠি দিল কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক। 


কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সচিব রবি চোপড়া চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যে যেসব জুট মিল রয়েছে, সেইসব মিলে অবিলম্বে চটের ব্যাগ উৎপাদন শুরু করতে। রোস্টার করে ২৫ শতাংশ কর্মী দিয়ে উৎপাদনের কাজ যাতে শুরু করে দেওয়া হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে।


আরও পড়ুন, ভারতের ৪ রাজ্যে ২ প্রজাতির বাদুড়ের শরীরে মিলল করোনাভাইরাস!