মহম্মদ সামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করল পুলিস
ভারতের জাতীয় দলের পেসারের বিরুদ্ধে `খুনের ছক` ও `ধর্ষণের চেষ্টা`র অভিযোগ আনেন তাঁর স্ত্রী।
নিজস্ব প্রতিবেদন : ভারতীয় পেসার মহম্মদ সামির বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিস। আজ আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়। চার্জশিটে মহম্মদ সামি ও তাঁর দাদার বিরুদ্ধে ৪৯৮এ (পণ নিয়ে হেনস্থা) ও ৩৫৪এ (যৌন নির্যাতন) ধারা প্রয়োগ করা হয়েছে। তবে ধর্ষণের ধারা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ভারতের জাতীয় দলের পেসারের বিরুদ্ধে 'খুনের ছক' ও 'ধর্ষণের চেষ্টা'র অভিযোগ আনেন তাঁর স্ত্রী। সামি তাঁর দাদাকে দিয়ে তাঁকে ধর্ষণ করানোর চেষ্টাও চালান বলে অভিযোগ করেন হাসিন। সামি পত্নীর অভিযোগের ভিত্তিতে সামি-সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিস।
আরও পড়ুন, IPL 2019: আবার আইপিএল-এ ফিরলেন সৌরভ গাঙ্গুলি!
বধূ নির্যাতন ও অবৈধ সম্পর্ক-সহ আরও একাধিক অভিযোগের ভিত্তিতে সামির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। এফআইআর দায়ের হতেই ভারতীয় দলের স্পিড স্টার সামির বিরুদ্ধে তদন্ত শুরু করে লালবাজার। হাসিন জাহাঁর বয়ান রেকর্ড করা হয়। আদালতেও গোপন জবানবন্দি দেন সামি পত্নী।