অর্ণবাংশু নিয়োগী: 'হে বন্ধু বিদায়'। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কাজের মেয়াদ শেষ। অবসর নিলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।  হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন বিচারপতি টিএস শিবজ্ঞান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তখন রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। ২০২১-র অক্টোবরে দেশের ১৩ হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগে অনুমোদন দেন তিনি। সেই তালিকায় ছিল কলকাতা হাইকোর্টও। প্রধান বিচারপতি হন প্রকাশ শ্রীবাস্তব। এর আগে, মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। 


কার্যকালের মেয়াদ দেড় বছর। জন্মসূত্রে বাঙালি নন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাতে গিয়ে বাংলাকে ভালোবেসে ফেলেছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আজ, শুক্রবার ছিল তাঁর কর্মজীবনের শেষদিন। বৃহস্পতিবার যখন শুনানি হয়, তখন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলে ওঠেন, 'হে বন্ধু বিদায়'। 


আরও পড়ুন: Jitendra Tiwari: অবশেষে স্বস্তি জিতেন্দ্রর, কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ


পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন? গত মাসেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে বিচারপতি টিএস শিবজ্ঞানকে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টে কলেজিয়াম। এরপর বিজ্ঞপ্তি জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে শিবজ্ঞানমের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আইন মন্ত্রক।  আজ, শুক্রবার থেকে দায়িত্ব নিলেন হাইকোর্টে নয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)