নিজস্ব প্রতিবেদন: জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ (NPR) নিয়ে বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ওই বৈঠকে যোগ দিচ্ছে না পশ্চিমবঙ্গ। বুধবার রানি রাসমনিতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১৭ তারিখ NPR নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে যোগ দেবে না বাংলার সরকার। সরকার ভেঙে দিলে দিক, আমি যাব না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তলায় তলায় এনপিআর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে সিপিএম। এদিন বামেদের নিশানা করে তৃণমূল নেত্রী বলেন,''সিপিএম বলছে, NPR চলছে। এটা ঠিক নয়। এবার আইন আইনের পথ চলবে। এটা আপনাকে প্রমাণ করতে হবে নয়তো ক্ষমা চান।'' 


বামেদের নিশানা করলেও একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা। পরক্ষণেই আবার বাম-বিজেপি যোগ নিয়ে সরব হন। বলেন,''আসুন না লড়াই একসঙ্গে লড়াই করি। প্রথম নরেন্দ্র মোদিকে বলুন।আপনারা করছেন কি করে। গণশক্তিতে নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন কী করে গেল? আমাকে প্রশ্ন করছেন, আপনারা। পুডুচেরির মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর ফুলের তোড়া দেখছেন না। আপনারা কবে আন্দোলন করলেন? কারও বিজেপি কোল বালিশ, কারও মাথার বালিশ।''


পড়ুয়াদের উদ্দেশে মমতার বার্তা, ছাত্রদের আমি কিছু বলছি না। আমি যদি ভুল হই আমাকে শুধরে দিন। আমার ছাত্র টিম যাঁরা ছিল, তাঁরা নেতা-মন্ত্রী। তোমরা মানুষের দুঃখ বুঝলে হবেই।


সিএএ-এনআরসি নিয়ে ছুৎমার্গ রাখতে নারাজ সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার তিনি বলেছিলেন,  ''বিরোধীরা বৈঠক ডেকেছিল, উনি গেলেন না। রাজ্যে আমাদের সঙ্গে সরাসরি সংঘাত। কিন্তু জাতীয়স্তরে একজোট হতে আপত্তি নেই। মোদীর সঙ্গে বৈঠক করে এনআরসি বিরোধী মঞ্চে চলে গেলেন। তৃণমূল নেতারাও বলতে পারবেন না উনি কী চান। আগে ওনাকে অবস্থান স্পষ্ট করতে হবে।'' 


আরও পড়ুুন- নাক দিয়ে সিকনি পরে, চোখে জল, এরা সিপিএমের ন্যাশনাল লিডার! ব্যঙ্গ দিলীপের