নাক দিয়ে সিকনি পরে, চোখে জল, এরা সিপিএমের ন্যাশনাল লিডার! ব্যঙ্গ দিলীপের
ঐশী ও কানহাইয়ার নাম করে সিপিএমকে বিঁধলেন দিলীপ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: বামপন্থী ছাত্র-যুবদের নিয়ে চরম তাচ্ছিল্য করলেন দিলীপ ঘোষ। রানি রাসমনিতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না প্রসঙ্গে বলতে গিয়ে ঐশী ও কানহাইয়াকে টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি। বুধবার সাংবাদিক বৈঠকে দিলীপ বলেন,''সিনিয়র লোকেরা ক্লান্ত হয়ে গিয়েছে। বাচ্চাদের নামিয়ে দেওয়া হয়েছে। সিকনি পরে, চোখে জল সেই সব বাচ্চাদের দিয়ে আন্দোলন করাচ্ছে সিপিএম। বিমানবাবুর হরিনাম করার বয়স হয়ে গিয়েছে। এবার রিটায়ার করুন।''
জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের উপরে ক্যাম্পাসে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ওই ঘটনায় ঐশীর আঘাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ। বলেছিলেন,''রক্ত না লাল রং পরীক্ষা করে দেখা দরকার।'' এদিন রাজ্য সভাপতির কটাক্ষ,কানহাইয়া তো ফেল হয়ে গেল। ঐশী ঘোষ চলে এল কোথা থেকে। কত বড় দেউলিয়া হয়ে গিয়েছে এরা! নাক দিয়ে সিকনি পরে তারা ন্যাশনাল লিডার। সিকনি পরে, চোখে জল সেই সব বাচ্চাদের দিয়ে আন্দোলন করাচ্ছে সিপিএম।
দিলীপ ঘোষ ব্যঙ্গ করে বলেন,''শুনছি সেমিনার হবে। সোমেন দা চার নম্বরে ভাষণ দেবেন। পিতামহ ভীষ্মের অবস্থা ওনার। অবসর নেওয়া উচিত। কানহাইয়া, ঐশী কবে আসবে অপেক্ষায় আছি? পোস্টার তো পড়বে। বিমানবাবু কী করবেন? হরিনাম করুন বয়স হয়ে গিয়েছে। কতজন আর আছে? যারা রাস্তায় বসে আছেন। উত্পাত করছেন। আজাদি আজাদি চিত্কার করলে খবর হয়, কিন্তু সমাজে কোনও প্রভাব পড়ে না।''
মঙ্গলবার কলকাতায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বিজেপিকে বিঁধে বলেছিলেন, ''বামপন্থীদের একটা বীজ মাটিতে পুঁতলে অনেক গাছ মাটি থেকে উঠবে।'' এদিন দিলীপের জবাব,সব বীজ নষ্ট হয়ে গেল। গাছ দেখছি না। কমিউনিস্ট বীজ কোথাও কাজ দেবে না। যে ক'জন কর্মী বেঁচে আছেন,তাঁদের উত্সাহ দিচ্ছেন।
আরও পড়ুন- মোদীর সঙ্গে আড্ডা মেরে এসেছেন মমতা, প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না দিলীপ!