নিজস্ব প্রতিবেদন: পরপর ৩দিন পদযাত্রা করেছেন। তবে এখানেই শেষ নয়! বরং সামনের দিনগুলি নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতার হুঙ্কার, গ্রেফতার করবেন? জেলে পুরবেন? সহ্যেরও একটা সীমা আছে।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরপর ৩দিন নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছেন মমতা। জানিয়ে দিয়েছেন, বাংলায় নাগরিকপঞ্জি করতে দেবেন না। কার্যকর হবে না নাগরিকত্ব সংশোধনী আইনও। বুধবার হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন মমতা। বলেন,  ''আগামিকালও আমাদের কর্মসূচি। ছাত্র ও যুবদের আসতে হবে। রানি রাসমনি রোডে প্রোগ্রাম হবে। সাড়ে চারটে নাগাদ আসব আমি। পরশু পার্কসার্কাস ময়দানে বেলা ৩টেয় মিটিং করব। পরেরদিন দলের মিটিং। কর্মসূচি নেব। কর্মসূচি ঘোষণা করব সেদিন।'' 


মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, আপ রক কা মাফিক হ্যায় তো, হাম লোগ ছোটা চুহা কা মাফিক হ্যায়। আপ রক লেকে খড়া হোগা হাম কুটুস কুটুস কাট দেগা। (আপনি পর্বতের মতো হলে আমরা ছোট ইঁদুর, কুটুস কুটুস কেটে দেব পাহাড়) আমার জন্ম আন্দোলনে। চ্যালেঞ্জ করবেন না। গ্রেফতার করবেন? জেলে পুরবেন? এত সস্তা নয়। সহ্যের একটা সীমা আছে, সরফরোসি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, দেখ না হ্যায় জোর কিতনা বাজু এ তাকত মে হ্যায়।



অমিত শাহের নাম করে তাঁর বার্তা, দলকে সামলান, মনে রাখবেন আপনি শুধু আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রী নন। একদিকে দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলছে, আগুন লাগানো আপনার কাজ না।


আরও পড়ুন- 'বাংলায় অনুপ্রবেশ ভয়ঙ্কর সমস্যা', ২০০৫ সালে সংসদের ভিডিয়ো ভুয়ো, দাবি মমতার