নিজস্ব প্রতিবেদন: বিজেপি সরকারের একের পর ধাক্কা খেয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ভারতের চন্দ্রাভিযানের ব্যর্থতার প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী। স্মরণ করালেন, চন্দ্রাভিযানে ধাক্কা খেয়েছিলেন মনে আছে! তাঁর কটাক্ষ, বিজেপি নেতাদের মগধে মরুভূমি হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রানি রাসমণি রোডের সভায় মমতা বলেন,''চন্দ্রাভিযানে ধাক্কা খেয়েছিলেন মনে আছে! আমরা সবাই তাকিয়েছিলাম, কবে আমার দেশ চাঁদের মাটি ছোঁবে। ওটা ছিল প্রথম ধাক্কা। জনগণ আপনাদের চাইনি। জনগণ বৈজ্ঞানিকদের চেয়েছিল, আপনাদের চাইনি। আমরা চাই বৈজ্ঞানিকরা সাফল্য পান। যতদিন যাবে আরও ধাক্কা খাবেন। মানুষকে ধাক্কা দিলে নিজেকে ধাক্কা খেতে হয়।''


এরপরই গণভোটের দাবিতে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছোড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,''সারা ভারতবর্ষে একটা গণভোট হোক হয়ে যাক। আপনি করবেন না। রাষ্ট্রসঙ্ঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাক। তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রানের দরকার নেই। আমরা দেখতে চাই কত লোক CAA ও NRC মানছে? বলুন হেরে গেলে ইস্তফা দেবেন?''  তার পাল্টা পশ্চিমবঙ্গে গণভোট চেয়েছেন মুকুল রায়। তাঁর কথায়,''আমি বলছি, রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে পশ্চিমবঙ্গে একটা গণভোট হোক। কত লোক ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান?একটা লোকও ওনাকে চাইবে না।''   



নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় লাগাতার কর্মসূচি নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধবার- পরপর ৩দিন পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার রানি রাসমনি রোডে ছাত্র-যুবদের সভায় বক্তব্য রাখলেন। আগামিকাল, শুক্রবার পার্ক সার্কাসে রয়েছে তাঁর সভা। এর পাশাপাশি দলমত নির্বিশেষে গোটা দেশকে পথে নামার আহ্বানও করেছেন মমতা। বলেন,''অনেক সময় রাস্তায় নামতে হয়। রাজনৈতিক দলের নাম ভুলে যান। ভুলে যান সম্প্রদায়ের নাম কী? সবাই নামুন। বিহারে নামুন, দিল্লিতে নামুন, উত্তরপ্রদেশে নামুন, উত্তর-পূর্বে নামুন। বসে থাকবেন না।''  


আরও পড়ুন- নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিজেপি শাসিত দুই রাজ্যে মৃত্যু ৩ বিক্ষোভকারীর