`আমি তো এ দেশটাকে চিনি না, আমি তো এইখানে জন্মাইনি,` কবিতা লিখলেন মমতা
মমতার হুঁশিয়ারি, আমরা সবাই নাগরিক। CAA, NRC মানবো না।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে লিখেছিলেন 'নাগরিক' কবিতা। শুক্রবার মমতা লিখলেন, 'অধিকার'। বিজেপির বিরুদ্ধে ঘৃণার রাজনীতির অভিযোগ কবিতার ছত্রে ছত্রে। শেষ কয়েকটি পংক্তিতে হুঁশিয়ারি, আমরা সবাই নাগরিক। CAA, NRC মানবো না।
অধিকার
আমি তো এ দেশটাকে চিনি না,
আমি তো এইখানে জন্মাইনি,
আমি জন্মেছি ভারতবর্ষে,
বিভেদ করতে শিখিনি।
আমার অধিকার আমার,
করবে কেন, কেন করবে খর্ব?
জানাই তোমায় ধিক্কার।
আমার অধিকার আমার ঠিকানা
এ দেশটাতে থাকবে,
তোমারা যারা ঘৃণা ছড়াও
তারা এবার শুধু কাঁদবে।
তোমার বক্তব্য বিষে ভরা
কাড়ছো মানুষের অধিকার,
এ দেশটা আমি চিনি না
আমার দেশটা তো সবার।
ঘৃণা নয়, ঐক্য চাই
এটা আমার অঙ্গীকার
আমরা সবাই নাগরিক
ঠিকানা মোদের অধিকার।
স্বার্থপর দৈত্য NRC, CAA
লাইনে প্রমাণ দেবো না,
গরিব মানুষ লাইন দেবে
তোমরা করবে শুধুই ছলনা!
চলবে না- চলবে না,
দেশ ভাগ চলবে না।
ঐক্যবদ্ধ ভারত থাকুক
বিভেদকারীদের চাই না,
আমরা সবাই নাগরিক-
CAA, NRC মানবো না।
এর আগেও বিভিন্ন বিষয়ে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। লিখেছেন প্রতিবাদী কবিতা। পার্ক সার্কাসে সিএএ-র প্রতিবাদে শুভাপ্রসন্নর 'স্বার্থপর দৈত্য' ছবিতেও তুলির আঁচড় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- মুসলিম যুবককে দেশছাড়া করার হুমকি বাবুলের, কারও বাপের ক্ষমতা নেই, পাল্টা শতরূপের