নিজস্ব প্রতিবেদন: শহরে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে 'অভিনন্দনযাত্রা' করছে বিজেপি।  তখন রানি রাসমণি CAA বিরোধী সভা করছে এসএফআই-সহ বামপন্থী  সংগঠনগুলি। সেখান থেকে উঠল, নাগরিকত্ব সংশোধনী আইন, শিক্ষাক্ষেত্রে ফি কমানোর মতো দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, ছ্যাবলামি করে নাগরিকত্ব সংশোধনীর মতো গুরুতর বিষয়কে লঘু করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএফআই-র রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কথায়,''নাগরিকত্ব সংশোধনীর ভোটাভুটিতে সংসদে গরহাজির ছিলেন ৮ জন সাংসদ। আর এখানে লোকদেখানো বিরোধিতা করছেন।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাগরিকপঞ্জির জন্য ভোটার কার্ড, আধার কার্ড কাজে লাগবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর সেনাপতিকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার প্রতিবাদ সভায় মন্তব্য করেছিলেন,''আধার, ভোটার লাগবে না, তো কি বিজেপির মাদুলি চলবে?'' মমতা-মোদী একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে দাবি করে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কটাক্ষ, বাংলায় বিজেপির মাদুলি তো আগে পরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৃজন বলেন, ''নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গর্জে উঠছে দেশের ছাত্রসমাজ। সমস্ত ছাত্র সংগঠনগুলিকে একত্র করে গড়ে তোলা হবে প্রতিবাদমঞ্চ।'' এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসের কথায়,''নাগরিকত্ব আইন, কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, রোহিত ভেমুলা- সকলের প্রতিশোধ নেবে দেশের ছাত্র-যুবরা। এখানে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ লোকসভায় তাঁর ৮ জন সাংসদ গরহাজির থেকে টিকটক ভিডিয়ো করেছেন। ১৩ বছর আগে বাংলায় নাগরিকপঞ্জি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।''


মোদী-মমতা মুদ্রার এপিঠ-ওপিঠ- এটাই ছিল সভার মূল থিম। সেই সুরই সিপিএমের সুজন চক্রবর্তীর গলায়। তাঁর কথায়,''মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে বলতে হবে উনি ৮ জন অনুপস্থিত সাংসদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন?''  পার্ক সার্কাসের সভায় CAA-র প্রতিবাদে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মমতার 'কা কা ছিঃ ছিঃ'। সেই প্রসঙ্গ তুলে সুজন বলেন,''বলতে বাধ্য হচ্ছি, মুখ্যমন্ত্রী ছ্যাবলামো করছেন। উনি গুরুতর বিষয়কে লঘু করে দিচ্ছেন। এতে লাভ হচ্ছে বিজেপির।''       



এদিন বাম ছাত্র সংগঠনগুলির সভায় আমন্ত্রিত ছিল কংগ্রেসের ছাত্র পরিষদ। ৮ জানুয়ারি দেশজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্ররা। সেই ধর্মঘটে সামিল হবে ছাত্র পরিষদও। 


আরও পড়ুন- হিংসা থামাতে মুখ্যমন্ত্রী আবেদন করেন না ব্যবস্থা নেন? মমতাকে নিশানা নাড্ডার