নিজস্ব প্রতিবেদন: টালা ব্রিজ মেরামতির জন্য বন্ধ রয়েছে যানচলাচল। যানজট কমাতে জরুরি  ভিত্তিতে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা।  চিত্‍পুর ব্রিজের সামনে থেকেই  কাশীপুর রোড পর্যন্ত চলছে নতুন রাস্তা তৈরির কাজ। দিন দশেকের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে চাইছে প্রশাসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুরভোটের আগে ফের উত্তপ্ত ভাটপাড়া, রাতভর চলল বোমাবাজি


ডানলপ থেকে শ্যামবাজার। যানজট না থাকলে মেরে কেটে পঁচিশ মিনিটের রাস্তা। মেরামতির জন্য টালা ব্রিজ পুরোপুরি বন্ধ। অন্যদিকে বিকল্প রাস্তার ওপর বাড়ছে পণ্যবাহী গাড়ির চাপ। তাই সেই কমাতেই শুরু হয়ে গেছে নতুন রাস্তা তৈরির কাজ।


আরও পড়ুন: বৃষ্টির সঙ্গেই আগামী কয়েকদিনে ফের ১০ ছুঁতে পারে পারদ, বাড়বে ঠান্ডা


শোভাবাজার  থেকে আসা যে সমস্ত পণ্যবাহী গাড়ির গন্তব্য ডানলপ তাদের চিত্‍পুরের রাস্তা ধরতে হবে। পুরনো চিত্‍পুর ব্রিজের পাশ দিয়ে রেললাইনের ওপর দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পুরনো চিত্‍পুর ব্রিজের ওঠার আগেই বাঁদিকে ঘুরলেই এই নতুন রাস্তা মিলবে। সোজা আপনি উঠতে পারবেন কাশীপুর রোডে।


রাস্তা তৈরিতে ভাঙতে হয়েছে নুনের গোডাউনের একাংশ। দিন দশেকের মধ্যেই রাস্তা তৈরির কাজ শেষ হয়ে যাবে। জানানো হয়েছে মূলত পণ্যবাহী গাড়ি চালানো হবে এই নতুন রাস্তায়।