নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া। করোনায় মৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ৯টা ২০ নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। পরিবার সূত্রে খবর, কোভিড প্রটোকল মেনে আজ নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বেড়েছে Covishield-এর দুই ডোজের ব্যবধান; অন্ধকারে সাধারণ মানুষ, SSKM-এ ভোগান্তি


জানা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে প্রায় একমাস কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। বয়স হয়েছিল প্রায় ষাট বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই তিনি। কালী বন্দ্যোপাধ্যায় নামেই বেশি পরিচিত ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কালীঘাটের বাড়িতে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছয়। পরিবারের সদস্যরা খবর পান সকাল ৯টা ২০ নাগাদ অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। এই খবরে স্বভাবতই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। 


আরও পড়ুন: স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত, কোলের সন্তানকে বাঁচাতেই নিরাপদ আস্তানার খোঁজে বাবা?


গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মারা গিয়েছেন ১৩৬ জন। বাংলায় এখনও পর্যন্ত কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৯৩। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০ হাজার ৮৪৬। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার উপরে সংক্রমিত। তার পরই কলকাতা। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪ হাজার ১৯৭ এবং  ৩ হাজার ৯৫৫।